Ticker

6/recent/ticker-posts

Ad Code

নারীশক্তি হইতে সাবধান

এক মহিলা কেনাকাটা করে ব্যাগ খুলতেই Cashiar এর নজরে এলো TV র রিমোট!
তিনি কৌতুহল বশত জানতে চাইলেন, "ব্যাগে কি রিমোট সবসময় থাকে?"
মহিলা: না মাঝে মাঝে! আজ আমার কর্তা ক্রিকেট ফাইনাল দেখবে বলে শপিং এ এলো না। তাই উনাকে জব্দ করতে এ কাজ।
♦শিক্ষা-১: বৌ তুচ্ছ হলেও তাচ্ছিল্যে বিপদ।

ক্যাশিয়ার হেসে Credit card ফেরত দিতেই,
মহিলা: এটা কি হলো?
আপনার স্বামী কার্ড ব্লক করে দিয়েছেন।

♦শিক্ষা-২: স্বামীর শখ ও সম্মানযোগ্য।

মহিলা কার্ড টি সোয়াইপ করলেন।

♦শিক্ষা-৩: বৌ এর লম্বা হাতের ধারনা থাকা দরকার।

সোয়াইপ মেশিন জানালো, Enter the pin that we sent to your MOBILE

♦শিক্ষা-৪: বেচারা স্বামীকে বাঁচাতে মেশিন ও শেষ চেষ্টা করে।

মহিলা ব্যাগ থেকে স্বামীর ফোন টা বের করলেন। এটা তিনি নিয়ে এসেছিলন, যাতে ফোন দিয়ে ডিস্টার্ব করা না হয়।

অবশেষে কেনাকাটা শেষে মহিলা বাড়ি ফিরলেন।

♦শিক্ষা-৫: স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিও না।

বাড়ি ফিরে দেখলেন, দরজা তালা মারা। স্টিকারে লেখা , "গাড়ি নিয়ে বন্ধুর বাড়িতে খেলা দেখতে গেলাম। ফিরতে রাত হবে।বাইরে ঘুমিয়ে পড়ো।"

♦শিক্ষা-৬: শত্রুপক্ষ কে একা বাড়িতে রেখে যেও না।
মহিলা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লেন।
রাতে স্বামী বাড়ি ফিরে দেখলেন, দরজা ভেতর থেকে লক করা, আর স্টিকারে লেখা,
"গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না, লাভ হবে না, তার খোলা। আর দরজা ধাক্কিও না, এটা ভদ্রলোকের পাড়া।"

♦শেষ শিক্ষা: নারীশক্তি হইতে সাবধান

পোষ্টটি ফেসবুক থেকে সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ