এক বছরের লম্বা গ্যাপ, লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন সায়ক?
টানা এক বছরের গ্যাপ। ক্যামেরার সঙ্গে দূরত্ব না বাড়লেও লাইট ক্যামেরা অ্যাকশনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল বইকি। কিন্তু এক বছর পর যখন কামব্যাক করছেন, তখন কিন্তু বড়সড় ধামাকা দিয়েই ফিরছেন। অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty) বাংলা হান্ট সোশ্যাল সামিটে আগেই জানিয়েছিলেন, নতুন প্রোজেক্ট নিয়ে ফিরছেন তিনি। এবার জানা গেল লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত ‘চিরসখা’ সিরিয়ালে দেখা যাবে সায়ককে (Sayak Chakraborty)।
লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালে সায়ক (Sayak Chakraborty)
স্টার জলসায় শুরু হতে চলেছে ‘চিরসখা’। ধারাবাহিকে থাকছে একের পর এক চমক। এই সিরিয়ালের হাত ধরেই কামব্যাক করছেন অপরাজিতা ঘোষ দাস। প্রথম বার জুটি বাঁধবেন সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে। আর এই ধারাবাহিকেই বেশ অন্য রকম একটি চরিত্রে দেখা মিলবে সায়কের (Sayak Chakraborty)। এর আগে নাকি তাঁকে এমন চরিত্রে দেখেননি দর্শক।
কামব্যাক করে কেমন লাগছে: প্রথমবার লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ। ভয় লাগছে নাকি আনন্দ হচ্ছে সায়কের (Sayak Chakraborty)? বাংলা হান্টকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “এমন একজন সিনিয়র লেখিকা তথা প্রযোজককে ভয়টা সম্মান থেকে আসে। ওঁর প্রতি ওই সম্মানটা থেকে ভয় কাজ করছে, যে উনি যেটা চাইছেন সেটা আমি দিতে পারব কিনা এটা বারবার মনের মধ্যে জিজ্ঞেস করছি”।
এক বছর পর ফিরলেন অভিনয়ে: সায়কের (Sayak Chakraborty) কথায়, “এক বছর কোনো কাজ করিনি। তাই একটু তো আত্মবিশ্বাসের অভাব বোধ হচ্ছে। একটা বছর যদি আমার কাজ থেকে সরে দাঁড়াই তাহলে আবার শুরু করার সময় একটু তো ভয় লাগেই”। তবে সায়ক জানান, পরিচালক দিগন্ত সিনহা এবং সহ অভিনেতা অভিনেত্রীরা খুবই ভালো। তিনি যাতে ভয় না পান তাই শটের মাঝে ‘এন জি’ দিয়ে ফেললে হাততালি দিয়ে মনোবল বাড়াচ্ছেন সায়কের। অভিনেতার কথায়, এই এনার্জি আদানপ্রদান সব হাউজে দেখা যায় না। তাই কাজ করে দারুণ লাগছে তাঁর।
জানলে অবাক হবেন, দীর্ঘ ১০ বছর ধরে লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার জন্য তাঁকে মেসেজ করে গিয়েছিলেন সায়ক (Sayak Chakraborty)। সুযোগটা আসে খুব অদ্ভূত ভাবে। লেখিকার ক্যাফেতে ভ্লগ করতে গিয়ে তাঁকে মেসেজের কথা জানান সায়ক। রীতিমতো অডিশন দিয়ে নিজের যোগ্যতায় এই সিরিয়ালে সুযোগ পেয়েছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি ভ্লগিংও চালাবেন বলেই জানিয়েছেন সায়ক।
0 মন্তব্যসমূহ