লঞ্চ হল ভারতে OnePlus 13 সিরিজ; দেখে নিন এর দাম আর ফিচার্স
OnePlus 13 সিরিজের ফিচার:
OnePlus 13-য় রয়েছে ৬.৮২ ইঞ্চির বড় একটি ডিসপ্লে। দুই মডেলের জন্য একই LTPO 4.1 AMOLED প্যানেল ব্যবহার করা হয়েছে। স্ক্রিনে ১২০ হার্ৎজের অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট মিলবে। OnePlus 13-এর ডিসপ্লে-তে রয়েছে সেরামিক গার্ড। অন্যদিকে 13R-এ রয়েছে Corning Gorilla Glass 7i প্রোটেকশন।
OnePlus 13-এ ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite। আর OnePlus 13R মডেলে রয়েছে Snapdragon 8 Gen 3 চিপসেট। OnePlus প্রিমিয়াম মডেল রয়েছে ২৪ জিবি RAM এবং ১ টিবি স্টোরেজ অপশন। অন্যদিকে 13R-এ পাওয়া যাবে সর্বোচ্চ ১৬ জিবি RAM এবং ৫১২ জিবি স্টোরেজ। ক্যামেরার ফিচারের বিষয়ে বলতে গেলে OnePlus 13 রাখা হয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম।
রয়েছে ওয়াইড, টেলিফটো এবং আল্ট্রাওয়াইড সেন্সর। আবার 13R-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড এবং টেলিফটো রিয়ার লেন্স।
দুটি ফোনেই রয়েছে Android 15-based OxygenOS 15 ভার্সন। যার মধ্যে রয়েছে অল্পস্বল্প ইউআই পরিবর্তন এবং নতুন এআই সংযোজন। OnePlus এই ডিভাইসের জন্য ৪টি OS আপগ্রেড প্রদান করছে। সেই সঙ্গে মিলছে ৬ বছরের সিকিউরিটি আপডেট। যা ফোনটিকে ভবিষ্যতে সুরক্ষিত রাখবে।
OnePlus 13 এবং 13R-এ রয়েছে ৬০০০ mAh-এর একটি ব্যাটারি। যার ওজন মাত্র ২১০ গ্রাম। এর সৌজন্যে রয়েছে নতুন সিলিকন গ্রেড ব্যাটারি প্রযুক্তি। এর পাশাপাশি ফ্ল্যাগশিপ মডেলে ১০০ ওয়াট wired এবং ৫০ ওয়াটের wireless চার্জিং সাপোর্ট মিলবে। অন্যদিকে 13R-এ পাওয়া যাবে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
0 মন্তব্যসমূহ