Ticker

6/recent/ticker-posts

Ad Code

নিঃসন্তান

অফিসে আসতেই পিয়ন বললো " স্যারের মাথা গরম,আপনেরে ডাকছে।যা বলে চুপচাপ শুনিয়েন।হেবি ক্ষেপে আছে " 

স্যারের ডাক মানেই আতঙ্ক।অত্যান্ত বদরাগী লোক।কাল রাতে ফোন দিয়েছিলো,সাইলেন্ট ছিলো জন্য টের পাইনি সেজন্য বোধহয় ডেকেছে।ভয়ে ভয়ে স্যারের রুমের দরজায় নক করলাম 

" স্যার আসবো " 

উনি আমায় দেখে চোখ রাঙ্গিয়ে " আমি আপনার প্রেমিকা?কয়বার কল দিয়েছি? " 

" স্যার আমি একটু ব্যস্ত ছিলাম " 

" আপনার কি কমনসেন্সের অভাব?গুরুত্বপূর্ণ না হলে আমি কল দেই? এই মাথা নিয়ে এতদিন জব করতেছেন? " 

" সরি স্যার " 

" নতুন জমির কাগজপত্রের ডকুমেন্ট আপনার কাছে।ক্লায়েন্ট এসছিলো,ডকুমেন্ট দেখাতে পারিনি,ওনারা ঘুরে গেছে।আমার জন্য এটা কতটা অপমানজনক বুঝেন? " 

" সরি স্যার।রাতে মেয়ের জন্মদিন পালন করেছি।ফোন সাথে ছিলো না।ভিষণ ভাবে লজ্জিত " 

স্যারের মুখের কঠিন ভাব কিছুটা চলে গেলো।বললো " মেয়ের বয়স কত " 

" ৮ বছর পূর্ণ হলো স্যার " 

" আজকের দিনে মেয়ে জন্মেছিলো " 

" জি স্যার " 

" তাহলে তো মহা আনন্দের দিন।আনন্দের দিনে কথা শোনালাম।কিছু মনে করবেন না " 

স্যারের হঠাৎ নমনীয়তায় বিস্মিত হলাম।উনি মানিব্যাগ বেড় করে হাজার টাকার কয়েকটা নোট আমার হাতে দিয়ে বললেন 

" আজ আপনার অফিস ছুটি।মেয়ে স্ত্রীকে নিয়ে পার্কে ঘুরেন।রেস্টুরেন্টে খান,সারাদিন আনন্দে কাটান " 

রগচটা স্যারের এই রুপ আমার অচেনা।বিস্ময়ের যেন সীমা রইলো না।টাকাটা নিয়ে যাবো তখন স্যার বললেন 

" ২৩ বছর সংসারে আমার কোনো সন্তান নাই।মেজাজটা এইজন্যই খিটখিটে হয়ে থাকে বুঝলেন।খুব কষ্ট হয়,আমার মেয়ের খুব শখ ছিলো " 

পেছন ফিরে স্যারের দিকে তাকালাম।তার চোখ ভর্তি অশ্রু।রাগী,খিটখিটে স্বভাবের লোকটা হঠাৎ মাটির মানুষে পরিণত হলো।যার মন ভর্তি নিঃসন্তানের বিষাদ!মেয়েকে নিয়ে অফিসে এলাম।মেয়েকে কোলে নিয়ে স্যার অনেক আদর করলেন। 

গল্প #নিঃসন্তান
লেখক #জয়ন্ত_কুমার_জয়

এই আইডি ব্যাতিত আমার কোনো আইডি/পেজ নেই।যারা আমার গল্প পড়েন এই আইডিতে থাকতে পারেন।ধন্যবাদ 🤍

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ