কাঁচের গ্লাসে জ্বলজ্বলে আলো? না, এটা কোনো জাদু নয়—এটা বিজ্ঞান!
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হচ্ছে, সেটি মূলত একটি সায়েন্স এক্সপেরিমেন্ট, যাকে বলা হয় Tyndall Effect। এই ছবিতে দেখা গিয়েছে একটি গ্লাসে পানির মধ্যে হলুদ মিশিয়ে আলো ফেলা হয়েছে, যার ফলে মনে হচ্ছে যেন গ্লাসের ভেতরে আকাশের তারা নেমে এসেছে বা জল যেন নিজেই আলো ছড়াচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে?
বিজ্ঞান বলছে, এর পেছনে রয়েছে কণার খেলা!
কী এই Tyndall Effect?
Tyndall Effect ঘটে যখন কোনো কোলয়েড কণাসমৃদ্ধ দ্রবণের ভিতর দিয়ে আলো প্রবাহিত হয়। এই দ্রবণে থাকা ছোট ছোট কণা (আকার ১ থেকে ১০০০ ন্যানোমিটার) সেই আলোকে ছড়িয়ে দেয় বা বিক্ষিপ্ত (scatter) করে, ফলে সেই আলোর রশ্মিগুলো চোখে দৃশ্যমান হয়ে ওঠে।
সাধারণভাবে, বিশুদ্ধ জল দিয়ে যদি আপনি টর্চ ফেলেন, তেমন কিছু দেখা যায় না। কিন্তু সেই জলে যদি কারকিউমিন বা অন্য কণাসমৃদ্ধ পদার্থ থাকে—যেমন আমাদের প্রাচীন বন্ধু হলুদ—তাহলে আলোর রশ্মি বিক্ষিপ্ত হয়ে চমৎকার দৃশ্য তৈরি করে।
হলুদের কারকিউমিন কণার রহস্য
হলুদের মধ্যে থাকা কারকিউমিন (Curcumin) এক ধরনের জৈব যৌগ, যা আলোর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে। আলো শোষণের পর কারকিউমিন উত্তেজিত হয়, এবং ইলেকট্রন থেকে ফিরে এসে কম শক্তির আলো (glow effect) বের করে দেয়। এতে তৈরি হয় ফ্লোরেসেন্সের মতো একটি সৌন্দর্যপূর্ণ ছটা।
এই প্রতিফলিত এবং ছড়িয়ে পড়া আলোতেই দেখা যায়, গ্লাসের ভেতরে যেন আলোর ছোট ছোট ধারা নেমে আসছে—যা দেখে মানুষ একে জাদু ভাবতে বাধ্য হয়।
সহজে ঘরে বানান এই এক্সপেরিমেন্ট:
এক গ্লাস জল নিন
এক চিমটি কাঁচা হলুদ মিশিয়ে দিন (জল সম্পূর্ণ স্বচ্ছ থাকা চাই)
অন্ধকার ঘরে মোবাইল বা টর্চলাইট দিয়ে গ্লাসের এক পাশে আলো ফেলুন
পাশ থেকে তাকিয়ে দেখুন—আপনার ঘরের গ্লাস হয়ে উঠবে আলো ঝলমলে রহস্যের উৎস!
এই অভূতপূর্ব সুন্দর দৃশ্যটা আসলে বিজ্ঞানের সাধারণ কিন্তু অপূর্ব একটি ঘটনা। এটি শিক্ষার মাধ্যম হতে পারে শিশুদের জন্য, এবং সোশ্যাল মিডিয়ার জন্য এক নতুন দৃষ্টিভঙ্গির আনন্দ।
তাই বলা যায়—This glow is not magic. It’s just the beauty of science in action.
#TyndallEffect
#ScienceExperiment
#GlowWithCurcumin
#ScientificTrend
#NatureOfLight
#TurmericMagic
#EducationalContent
0 মন্তব্যসমূহ