Ticker

6/recent/ticker-posts

Ad Code

বাউন্ডুলে

- এই বাবু কটা বাজে এখনো তোর ঘুম ভাঙছে না !
- হ্যাঁ মা উঠছি দাঁড়াও না ।
- ওঠ তাড়াতাড়ি কাজ আছে অনেক ।
- কি কাজ স্কুল তো ছুটি আজ একটু ঘুমোতে দাও না ।

- উফফফ রবিবার কি জানিস ?
- হ্যাঁ সরস্বতী পুজো জানি তো কি হয়েছে আমি আগের দিনই সব স্কুলে কার্ড দিয়ে এসেছি ।
- সে উদ্ধার করেছো আমাদের । রুমির মা বলছিল রুমিদের স্কুলে কার্ড দিতে গেছিলিস আর স্কুলের জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিলিস।
- ধূর ওদের বড়দি তো ওখানে দাঁড়াতে বলেছিল ।
- শোন বাবু তোর বয়েসটা না আমি পার করে এসেছি ।
- মানে তুমিও স্কুলে গিয়ে ছেলে দেখতে?
- এক চর মারবো বেশি বার বেড়েছিস । উচ্ছন্নে গেছে ছেলেটা ।
- যা বাবা তুমিই তো বললে !
- উঠে খেয়ে যা ঠাকুরের বায়না দিয়ে আয় তবে রবিবার পাবো ।
- সে পরে যাচ্ছি ।
- পরে পরে করে আর হবে না যা আর বাজারেও যাবি সুনীল কাকুর দোকানে ফলের দাম করে আসবি ।
- আর কি কি ফল নেবো ?
- ফল তো নিতেই হবে তবে দেরি আছে এখন আনলে পচে যাবে । আমি লিস্ট দিচ্ছি যা মিলিয়ে মিলিয়ে বলবি ।
- ও আমি লিস্ট ধরে দিয়ে দেবো উনি বুঝে ঠিক দেবেন ।
- না দাঁড়িয়ে একবার বলে আসবি সব হবে নাকি দেখে নিবি ।
- আর মা একটু ।
- কি একটু ?
- আর একটু কুল নিয়ে আসবো নুন দিয়ে খাবো।
- হ্যাঁ বিদ্যা-বুদ্ধি লাটে তোলো আর কি ! একদম নয় পুজো হবে তারপর ।
- আরে কিছু হয় না আমি তো মাঝে মধ্যেই কুলের আচার খাই । ( এই রে বলে ফেললাম )
- এমা ওই জন্য রেজাল্টের এই অবস্থা ।
- আরে মা আগের বছরই তো স্বরসতী হলো তারপর থেকেই খাই ।
- সেটা তো আগের বছর ।
- ওই তো আগের বছর পুজোর পর থেকেই …
- দেখ না মা সরস্বতী এবারে উচ্চমাধ্যমিকে ফেল করাবে বলে হাঁসবাবু কে দিয়ে সব লিস্ট মিলিয়ে নিচ্ছে।
- এসব বলো না । সত্যি হবে নাকি !
- হতেও পারে ।
- না না আর তাহলে খাবো না ।
- হুমম পুজোর সময় মা এর কাছে ক্ষমা চেয়ে নিস ।
- হ্যাঁ হ্যাঁ কোনো রিস্ক নেওয়া যাবে না এমনি আমি ইন্টিগ্রেশন পারি না তার উপর অংকে যদি ফেল করে যাই ওরে বাবা ।
- হুমম ওঠ যা এবার কাজ কর পুজোর ।
- হ্যাঁ এই তো আমি যাচ্ছি ।
- হুমম তাড়াতাড়ি…

~বাউন্ডুলে 
ছবি বাবুমশাই

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ