জামিন পেলেন অল্লু অর্জুন শর্তসাপেক্ষে
এবার কিছুটা স্বস্তিতে দক্ষিণি অভিনেতা। ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় এবার শর্তসাপেক্ষে জামিন পেলেন অল্লু অর্জুন। জানা গিয়েছে, ৫০ হাজার টাকার দুটি বন্ডে জামিন পেয়েছেন তিনি। পাশাপাশি প্রতি রবিবার তাঁকে হাজিরা দিতে হবে পুলিস স্টেশনে। এর আগেই অবশ্য অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন দক্ষিণি সুপারস্টার। যেটির মেয়াদ আগামী ১০ জানুয়ারি শেষ হয়ে যাওয়ার কথা। এরপর আজ, শুক্রবার হায়দরাবাদের আদালতে মামলাটির শুনানি হয়। বিচারক অভিনেতার আইনজীবী এবং তদন্তকারীদের বক্তব্য শোনেন। শেষে অল্লুকে শর্তাধীন জামিন দেওয়া হয়। প্রসঙ্গত,গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমার স্পেশাল স্ক্রিনিং হয়। সেখানে সিনেমাটি দেখার জন্য আগে থেকেই ভিড় করেছিলেন প্রচুর মানুষ। আচমকাই প্রেক্ষাগৃহে চলে আসেন ছবির অভিনেতা অল্লু অর্জুন। অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সকলেই অল্লুকে দেখতে চান। এই সময় ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় রেবতি নামে এক মহিলার। গুরুতর জখম হয় তাঁর ৯ বছরের শিশুও। এই ঘটনায় মামলা রুজু করা হয় অভিনেতার নামে। ১৩ ডিসেম্বর বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। পাশাপাশি সন্ধ্যা থিয়েটারের মালিককেও গ্রেপ্তার করা হয়। তবে একরাত কাটিয়েই জেলমুক্তি হয়েছিল অল্লুর। এমনকী ওইদিনই তেলেঙ্গানা হাইকোর্ট অন্তবর্তী জামিন দিয়েছিল তাঁকে। এরপর বাড়ি ফিরেই সাংবাদিক বৈঠক করেন। মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার কথাও বলেছিলেন তিনি। তাঁদের ভবিষ্যত জীবনেও সাহায্যের কথাও জানান তারকা। শেষে আজ হায়দরাবাদের আদালতে শর্তসাপেক্ষে জামিন পেলেন তিনি।
0 মন্তব্যসমূহ