প্রেমিকা হতে গেলে হয়তো স্ট্রেইট চুলে রং মেখে তোমার চোখকে ধাঁধিয়ে দিতে হয়।
আমি নাহয় হালকা বাঁকানো চুলে জবা গুঁজে তোমায় দেখে দৌঁড়ে পালাবো।
তুমি প্রেম না, আমায় একটু ভালোবাসা দিও।
প্রেমিকা হলে হলে হয়তো নববর্ষে কিংবা ভালোবাসা দিবসে হাতা কাঁটা ব্লাউজের সাথে সিল্কের শাড়ি পড়ে তোমার গিফ্টের অপেক্ষায় থাকতে হয়।
আমি লাল-সাদা শাড়ি গায়ে জড়িয়ে তোমার অপেক্ষায় থাকবো।
তুমি দামী চকলেট কিংবা ফুল না এনে উপন্যাসের বই নিয়ে এসো।
প্রেম না দিয়ে আমায় তুমি ভালোবাসা দিও।
প্রেমিকা হতে গেলে হয়তো চোখে আইলাইনার আর কাজলের নামে রঙীন কোন লিপলাইনার চোখে লাগাতে হয়।
আমি চোখ ভর্তি কাজল পড়ে তোমার সামনে দাঁড়াবো।
তুমি প্রেম না দিয়ে আমায় একটু ভালোবাসা দিও।
প্রেমিকা হতে হলে হয়তো কথায় ফাঁকে ফাঁকে বলতে হয় "i love you "।
এসব ইংরেজি না বলে আমি নাহয় সময় করে তোমার জন্য কবিতা লিখবো।
তুমি প্রেম না দিয়ে ভালোবাসা দিও।
প্রেমিকা হতে হলে হয়তো মেকাপের আড়ালে নিজের প্রাকৃতিক চামড়া লুকিয়ে তোমার সামনে দাঁড়াতে হয়।
আমি নাহয় সময় সময় কাঁচা হলুদ মেখে বসে থাকবো।
তুমি প্রেম না দিয়ে আমায় একটু ভালোবাসা দিও।
প্রেমিকা হতে হলে হয়তো চাইনিজ রেস্টুরেন্টে বসে তোমার সাথে দামী খাবার খেতে হয়।
আমি নাহয় রাস্তার মোড়ে দাঁড়িয়ে তোমার সাথে ফুসকা বা ঝালমুড়ি খেয়েই স্মৃতি গড়বো।
পেট খারাপ হলে গালি না দিয়ে তুমি বরং শাসনের নামে আমায় আরেকটু ভালোবাসা দিও।
প্রেমিকা হতে হলে নাকি প্রেমিকের চোখে চোখ রেখে ঘণ্টার পর ঘণ্টা পার করতে হয়?
ওসব আমি কখনোই পারবোনা!
তোমার চোখে তাকাতে গেলেই আমার হার্টবিট বেড়ে যায়।
আমি বরং দৃষ্টি নত রেখে লুকিয়ে লুকিয়ে তোমায় দেখবো।
তুমি তখন আচমকা আমার মাথায় চুমো খেয়ো।
প্রেম না তুমি আমায় ভালোবাসা দিও।
প্রেমিকা হওয়ার সাধ আমার কোন জন্মেই ছিল না।
তুমি আমায় আকাশ সমান ভালোবাসা দিও।
আমি প্রেমিকা না হয়ে তোমার ভালোবাসা হবো।
লেখাঃ আসমা আক্তার
0 মন্তব্যসমূহ