Ticker

6/recent/ticker-posts

Ad Code

সুন্দরের_খোঁজে

পাশের সিটের কালো মেয়েটাকে দেখে মন বিরক্তিতে ভরে উঠলো।কালো,মোটা,এলোমেলো চুল।মেয়েটা আমার দিকে তাকিয়ে...

" বলতে পারেন ট্রেন কখন ছাড়বে? "
" ইঞ্জিন পাল্টাচ্ছে।সময় লাগবে "

মেয়েটা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইলো।যাত্রা পথে এ ধরনের মেয়েরা খুব নিশ্চিন্ত থাকে।কেউ ওদের তেমন গুরুত্ব দেয়না।ঝালমুড়ি খেয়ে মুখ হা করে নিশ্বাস নিলেও কেউ তাকায় না।নিজের মতো থাকতে পারে।

প্রকৃতি সৌন্দর্য কাতর।আমিও তার বেতিক্রম নই।এতক্ষন কল্পনায় ভেবেছিলাম কোনো সুন্দরী তরুণী এখানে বসবে,এসব ভাবতেই একটা সুক্ষ্ম ভালোলাগা কাজ করতো।

কালো মেয়েটাকে দেখে মন কিছুটা বিষণ্ন হলো।একটু পর মেয়েটার ফোনে একটা কল এলো।আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি।মেয়েটার কন্ঠ তীক্ষ্ণ।শুধু তার কথাগুলো আমার কানে এলো।সে বলছে

" হ্যা মা,খেয়েছো? "

" এখনো খাওনি কেনো? "

" বাবা খেয়েছে? "

" ওসব নিয়ে ভেবো না তো।আমি টিউশনির টাকা এখনো পাইনি বুঝলে।কাল পরশু পেলেই তোমার নাম্বারে পাঠিয়ে দিবো "

" কিছু টাকা জমিয়েছি।বাবাকে একটা পাঞ্জাবি কিনে দিবো।আমরা তাও বছরে একবার নতুন জামা পরি "

" নিতে না চাইলেও জোর করি কিনে দিবো।তোমরা চিন্তা করিও না মা।তোমাদের মেয়ে বড় হয়েছে।আমি যতটুক পারি সংসারে সাহায্য করবো "

এমন সময় ট্রেন হর্ণ দিলো।তারমানে ট্রেন ছাড়বে।মেয়েটা কলে বললো " মা ট্রেন ছাড়বে।এখন তাহলে রাখি।বাবার খেয়াল রাখবে।চিন্তা করবে না।আমি টিউশনের টাকাটা পেলেই পাঠিয়ে দিবো।রাখি,উম্মাহ "

মেয়েটা কল কাটলো।এতোক্ষণ মুগ্ধ হয়ে মেয়েটার কথা শুনলাম।ইতস্তত করে জিগ্যেস করেই ফেললাম " আপনার ভাই নেই? "

মেয়েটা হেসে বললো " না।আমি বাবা মায়ের একমাত্র মেয়ে "

হঠাৎ করেই কালো,মোটা মেয়েটাকে পৃথিবীর সবথেকে রূপবতী তরুণী মনে হতে লাগলো।যে তার সর্বোচ্চ চেষ্টায় পরিবারের হাল ধরতে চায়।বাবা মায়ের খেয়াল রাখতে চায়।রূপবতী ক'জন পারে পরিবারের দায়িত্ব নিতে? বাবা মায়ের দুঃখ বুঝতে পারে ক'জন?সৌন্দর্যের অর্থ আমার কাছে পরিবর্তন হয়ে গেলো।এ ধরনের মেয়েরাই প্রকৃত সুন্দর।

গল্প #সুন্দরের_খোঁজে
লেখক #জয়ন্ত_কুমার_জয় 

এই আইডি ব্যাতিত আমার কোনো আইডি/পেজ নেই।যারা আমার গল্প পড়েন এই আইডিতে থাকতে পারেন।ধন্যবাদ 🤍

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ