" ভাই গরম জল হবে? আমার বউয়ের টনসিল ফুলে গেছে।ঠান্ডা জল খেলে সমস্যা হবে।কষ্ট করে একটু গরম জলের ব্যবস্থা করে দিলে ভালো হয় "
এক টেবিলেই পরিবারের উপস্থিত সবাই বসেছিলো।বরের কথায় সবাই হাসলো,বয়স্করা অন্যদিকে তাকিয়ে এড়িয়ে গেলো।
বরের হাতে চিমটি কে"টে বউ বললো " বাবা মা, পরিবারের সবাই আছে এখানে,কি করছো এসব "
বর চোখ সরু করে তাকিয়ে " কি করছি? "
" গরম জল লাগবে না।আমার জন্য কিচ্ছু করতে হবে না এখানে।সবাই হাসছে,আমার লজ্জা লাগছে।চুপচাপ বসে থাকো "
এরমধ্যে একজন গরম জল নিয়ে এলো।বর হাত ইশারা দিয়ে নিজেই উঠে গেলো জল আনতে।এসব দেখে পরিবারের সবার হাসি যেন আটকায় না।নববধূ লজ্জায় লাল হয়ে বসে থাকে।
খাবার দেওয়া হলে সালাটের শশা বর নিজের প্লেট থেকে তুলে বউয়ের প্লেটে দেয়।জড়োসড়ো বউটিকে বর সবার সামনেই প্লেটে তার পছন্দের খাবার তুলে দিচ্ছে।মাংসর তেল,ডিমের সাদা অংশ,পোলাও।বউয়ের ভাগে মাছের লেজ পরেছিলো,সে কা"টা বেছে খেতে পারেনা।বর নিজের প্লেটের চাকা মাছ বউয়ের প্লেটে তুলে দিলো।বধূটি লজ্জাবনত হয়ে বসে রইলো।বরের এইসব কর্মকান্ড কম বেশি সবাই হা করে তাকিয়ে আছে।এতে বরের কোনো ভ্রুক্ষেপ নেই।ভালোবাসার মানুষের যত্নে লজ্জা কিসের?
গল্প #যত্ন
লেখক #জয়ন্ত_কুমার_জয়
0 মন্তব্যসমূহ