Ticker

6/recent/ticker-posts

Ad Code

#র"ক্তের_টান

বিয়ের পর থেকেই স্বামীর বাচ্চা নেওয়ার আগ্রহ নেই।বাচ্চার কথা বললে রাগ,বিরক্তি দেখায়।বাচ্চা নেওয়ায় অনিহা দেখে বললাম 
" সারাজীবন কি নিঃসন্তান থাকবো নাকি? "

স্বামী চোখ মুখ কুঁচকে " বাচ্চা ভালোলাগে না আমার।দু'জন নিরিবিলি কতো ভালো আছি বলো! "

" তোমার ভালো না লাগলেও আমার লাগে।আমার বাচ্চা লাগবে "

" হাগা মোতা পরিষ্কার করতে হবে,নজর রাখতে হবে দায়িত্ব নিতে হবে।শুধু শুধু ঝামেলার কি দরকার? "

" আমি বাচ্চা নিবো মানে নিবো।তোমার কিছুই করতে হবে না।আমি সব করবো "

" ঠিক আছে নাও।আমার অবাধ্য হলে পি"টিয়ে ছাল তুলবো।তখন আমায় দোষ দিতে পারবে না "

" আচ্ছা "

আমাদের মেয়ে হলো।স্বামীর মতোই ফর্সা,তুলোর মতো নরম শরীর।মেয়ের বয়স যখন দেড় বছর তখন সংসারে সচ্ছলতা আনতে স্বামীর প্রবাস গমন।সেখানে ৩ বছর থেকে ছুটিতে বাসায় আসতেই মেয়েটা অস্পষ্ট জোরালো স্বরে " বাবা বাবা " বলে জড়িয়ে ধরলো।

মেয়েকে কোলে নিয়ে স্বামী অনেক্ক্ষণ আদর করলো।চু"মু খেলো,একসাথে বাজারে গিয়ে মেয়ের জন্য আইসক্রিম,চকলেট আর মাছ কিনলো।

রাতে খেতে বসে মেয়ে বলল " বাবা আমাল মাম খেতে ভানোলাগে "

" ওলে বাবালে,আমার মায়ের মাছ খেতে ভালোলাগে?এই বউ,আমার মায়ের জন্য প্রতিদিন মাছ রান্না করবে "

একথা বলে নিজের পাতের মাছটার কা"টা বেছে মেয়েকে খাইয়ে দিলো।রাতে বু!কে জরিয়ে ঘুমালোএক মুহুর্ত চোখের আড়াল হতে দেয় না।মেয়েও এমন, বাবাকে দেখতে না পেলে কান্না শুরু করে দেয়।

একমাসের ছুটিতে এসেছিলো।একমাস পার হয়েছে।তার যাওয়ার নাম নেই।জিগ্যেস করলাম " তোমার ছুটি তো শেষ।যাওয়ার কি হলো? "

" যাবো নাহ "

" সে কি! কেনো? তুমি না বলেছিলে ১০ বছর থেকে আসবে? "

" তুমি পাগল নাকি?মেয়েকে ছেড়ে কিভাবে যাবো? ওকে ছেড়ে যাইতে মন টিকে নাকি?এখানেই থাকবো "

হাসলাম।এখন মেয়ের প্রতি ভালোবাসা উপচে পড়ছে।অথচ এই লোকটাই একসময় বাচ্চা দুচোখে সহ্য করতে পারতো না।একেই বলে র"ক্তের টান।

গল্প #র"ক্তের_টান
লেখক #জয়ন্ত_কুমার_জয় 

এই আইডি ব্যাতিত আমার কোনো আইডি/পেজ নেই।যারা আমার গল্প পড়েন এই আইডিতে থাকতে পারেন।ধন্যবাদ 🤍

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ