Ticker

6/recent/ticker-posts

Ad Code

শেষ_চিঠি

স্ত্রীকে নিয়ে ফুসকা খেতে এসছি।পাশের টেবিলে অনেকগুলো মেয়ে শব্দ করে হাসিঠাট্টা করছে।স্ত্রী বললো...
" স্কুলে থাকতে বান্ধবীরা মিলে এভাবে মজা করতাম "

ফুসকায় টক জল দিতে দিতে বললাম " শুধুই বান্ধবী?বন্ধু ছিলো না? "

স্ত্রী চোখ চোখ বড়বড় করে বললো " এ মা কি যে বলো,আমি ছেলেদের সাথে মিশতাম না "

" তুমি না চাইলেও ছেলেরা তো তোমার সাথে ভাব জমাতে চাইতো "

" ধুর,শুধু শুধু রাগাচ্ছো কেনো "

" রাগলে আমার বউটাকে অনেক মিষ্টি লাগে "

কথাটা বলে ফুসকা খাইয়ে দিলাম।ও বললো " একটু ওয়াসরুমে যাবো "

" চলো "

" তোমার যেতে হবে না।ওইতো ওইদিকে,একাই পারবো "

ও গেলো।আমি বসে রইলাম।পাশের মেয়েগুলো আমায় শুনিয়ে শুনিয়ে বললো " বউকে খাইয়ে দিচ্ছে, কি প্রেম!আহারে,আমাদের যে কবে হবে! "

ওদের কথা না শোনার ভান করে বসে রইলাম।একটু পর বউ এলো।খাওয়া শেষ করে বিল দিয়ে দোকানের বাইরে এসছি তখন দোকানের ছেলেটা আমার হাতে আড়ালে একটা টিস্যু পেপার দিয়ে ফিসফিস করে বললো " টেবিলে বসা ওই আপাটা দিছে "

বউ ফুলের মালা দাম করছে।টিস্যু পেপার খুললাম সেখানে লেখা 

" বউ জানবে না সত্বেও একবারও পাশের মেয়েদের দিকে তাকালে না।তুমি এখনো প্রথম দিনের মতোই আছো।যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়।তোমার বউ অনেক ভাগ্যবতী।ভালো থেকো "

গল্প #শেষ_চিঠি
লেখক #জয়ন্ত_কুমার_জয় 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ