বাজারে যাচ্ছিলাম এমন মুহূর্তে রাবেয়ার ভাইয়ার সঙ্গে দেখা।
আমাকে দেখা মাত্রই বলে উঠলো।
'কী ব্যপার হাসিব ভালো আছো।
তোমাকে বলেছিলাম না তোমার থেকে ভালো ছেলের সঙ্গে রাবেয়ার বিয়ে দিবো দেখো আমি সেটাই করেছি।
'হ্যাঁ ভালো।
'জানো রাবেয়ার স্বামী শত কোটি টাকার মালিক।
তোমার মতোন হাসিবকে হাজারটা কিনতে পারবে।
'আর কিছু বলবেন।
'কেনো কথা গুলা শুনতে খারপ লাগতেছে নাকি।
'খারাপ লাগবে কেনো।
আপনার বোনকে আপনি ভালো জায়গাই বিয়ে দিয়েছেন ভালো কথা।
'তাহলে যেতে চাচ্ছো।
'বাজারে আমার কাজ রয়েছে।
এছাড়া বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে।
'হাহাহ।হাহাহহা।হাহহা।
সত্যি তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে।
{রাবেয়ার ভাই কথা গুলা বলছিলো এবং হাসতেছিলো এমন মুহূর্তে একটি ছেলে এসে রাবেয়ার ভাইকে বলে}
'ভাইয়া বাড়িতে চলো একটি ঘটনা ঘটেছে।
'কী ঘটনা আবার ঘটলো রে?
'বাড়িতে চলো সব কিছু খুলে বলবো।
তারা তারি বাড়িতে চলো।
'সমস্যা নাই এখানেই বল।
{তখন ছেলেটি বলে}
'রাবেয়া আপুর স্বামীকে পুলিশ ধরেছে।
উনি নাকি শিশু বাচ্ছাদের পাচার করে অন্য দেশে পাঠায়।
নিত্য নতুন মহিলাদের ধ*র্ষ**ণ করেন! যার কারনে পুলিশ ধরেছে।
সবাই বলতেছে ১০/১৫বছর জেল হবে নাকি।
'কী বলতেছিস এসব।
'হ্যাঁ সব কিছু সত্যিই বলতেছি।
বিশ্বাস না হলে বাড়িতে চলো।
{কথাটি শোনা মাত্রই রাবেয়ার ভাইয়া দৌড়ে বাড়িতে চল যায়।
সত্যি আল্লাহ্ ছাড়া দেয় কিন্তু কখনোই ছেড়ে দেয়ন}
অনুগল্প: #ভিন্ন_স্বাদ।
0 মন্তব্যসমূহ