Ticker

6/recent/ticker-posts

Ad Code

স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়

আপনাকে কেউ ভালোবাসে আর কেউ আপনাকে মন থেকে চায়, দুইটার মধ্যে পার্থক্য অনেক। ভালো তো যে কেউই বাসতে পারে।
কিন্তু আপনাকে যে পেতে চায় তার কাছে আপনিই হবেন শেষ বিকল্প। আর এই চাওয়ার মধ্যেই আসল ভালোবাসা নিহিত, তীব্র আকুতি,দায়িত্ববোধ, সুখ-দুঃখ,আপনাকে না পাওয়ার বা হারানোর ভয় সব সময় থাকে।

যে আপনাকে চাইবে সে যেকোনো পরিস্থিতিতে, যেকোনো কিছুর মূল্যেই আপনাকে চাইবে। আপনাকে বিকল্প হিসেবে না ভেবে প্রায়োরিটি হিসেবে দেখবে।

তাই কে তোমাকে পছন্দ করলো বা ভালোবাসলো সেটা গুরুত্বপূর্ণ নয়। বরং দেখো, কে তোমাকে মন থেকে চাইছে, দিন শেষে তোমার হাসি-খুশির কারণ হচ্ছে, তোমার ছোট থেকে ছোট ইচ্ছার মূল্য দিচ্ছে, তোমার অপ্রকাশিত অনুভূতি গুলো বুঝে নিচ্ছে, সেই তো আসল মানুষ। 

মুখে শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না! ভালোবাসা টা অনুভব করে নিতে হয়, তার প্রকাশিত ও অপ্রকাশিত বাক্যবাণে ও আচরণে!🥰

জুবলী আক্তার
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ